“ধর্ম যার যার বাংলাদেশ সবার” এই শ্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে এ শান্তি ও সম্প্রীতির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শান্তি ও সম্প্রীতির এই শোভাযাত্রাটি শেরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেরপুর জেলা আওয়ামী লীগের অফিসের সামনে গিয়ে শেষ হয়।
এবং সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা ও শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অজয় চক্রবর্তী (জয়), মনির হোসেন, বাতেন, সাকিব, সাজেদ, রনি প্রমুখ।
বক্তারা বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর সোমান বাংলায় মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর কোন ঠাঁই নেই। বাংলাদেশ আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অতীতে সকল মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর কর্মকান্ডকে ঠেকিয়ে দিয়েছে। তারা বর্তমানে রাজপথে আছে। প্রয়োজনে ভবিষ্যতে রাজপথে নেমে সকল মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর কর্মকান্ডকে প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এঁর উন্নয়ন কর্মকান্ডকে বাঁধাগ্রস্থ করতে ও দেশ-বিদেশে প্রশ্নবিদ্ধ করতে বি.এন.পি ও তাদের অনুসারীরা একটি নীল নকশা বাস্তবায়ন করতে সনাতন হিন্দুদের বাড়ি-ঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করে দেশে অরাজগতা কায়েম করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে তা প্রতিহত করতে স্বেচ্ছাসেবক লীগ, যুব লীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা কঠুর অবস্থানে রয়েছে বলে তারা সুস্পষ্ট জানানদেন।
এসময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার নেতা-কর্মী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।