শেরপুরের নকলায় বাংলাদেশ কৃষক লীগ নকলা উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষক লীগের আয়োজনে নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা শুরু হয়ে শেষ হয় মাগরিব নামাজের পরে।
উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ-এঁর সভাপতিত্বে ও অবসর প্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাবদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকিক, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযাদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, যুগ্মসম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-মহিলা বিষয়ক সম্পাদক রাশেদা চৌধুরী, ক্ষেতমজুর বিষয়ক সম্পাদক এসাহাক আলী সরকার ও সদস্য ফিজার তালুকদার, কৃষক লীগের জেলা সভাপতি মো. আব্দুল কাদির।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি নমশের আলম ও আব্দুর রহমান চাঁন, ভুমি বিষয়ক সম্পাদক শামশাদ আলম সরকার, নকলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম, নকলা উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আবুল মন্নাফ খানসহ অনেকে।
এ বর্ধিত সভার আলোচনান্তে আসন্ন ইউপি নির্বাচনের ভোট গ্রহনের পরবর্তী এক মাসের মধ্যে উপজেলার সকল ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভায় জমকালো সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের পরে, উপজেলা কৃষক লীগের কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্মসম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন ও নির্বাহী সদস্য মোফাজ্জল হোসেনসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।