বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় প্রায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬২ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় প্রায় ২০ কেজি গাঁজাসহ আলমগীর হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে প্রেরন করেছে থানার পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার লাভা এলাকার বাইপাস সড়কে অভিযান চালিয়ে প্লাষ্টিকের বস্তার ভিতর গাঁজার ১০ টি প্যাকেট জব্দ করাসহ আলমগীরকে আটক করা হয়। পরে জব্দকৃত গাঁজার ওই ১০টি প্যাকেট মেপে মোট ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, মাদক ব্যবসায়ীকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে নালিতাবাড়ী উপজেলা থেকে পূর্বধলা উপজেলার মাদক ব্যবসায়ী কুলসুমার কাছে গাঁজা নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে নকলা বাইপাস সড়কে প্লাষ্টিকের বস্তার ভিতর গাঁজার ১০ টি প্যাকেটসহ আলমগীরকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদক আইনে নকলা থানায় একটি মামলা রুজু করা হয়, মামলা নং ১৮। বৃহস্পবিার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102