শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের জামতলা এলাকায় ৩০ আগস্ট সোমবার রাত ৭টার দিকে র্যাব-১৪ এর সদস্যরা অভিযান চালিয়ে হেরোইনসহ মোঃ কাজল মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত মাদক ব্যবসায়ী মোঃ কাজল মিয়া সদর উপজেলার লছমনপুর ইলশা গ্রামের মোঃ আঃ সালামের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ সিপিসি-১, জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যরা সোমবার রাতে সদর উপজেলার লছমনপুর জামতলা মোড়ে জনৈক মোঃ গোলাপ হোসেনের ভাই ভাই স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালায়।
এসময় মাদক ব্যবসায়ী মোঃ কাজল মিয়াকে আটক করে। পরে তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
এদিকে র্যাব-১৪ সিপিসি-১, জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ধৃত মাদক ব্যবসায়ী মোঃ কাজল মিয়া এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে বিভিন্নস্থান থেকে মাদক ক্রয় করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এঘটনায় ধৃত মাদক ব্যবসায়ী মোঃ কাজল মিয়াকে শেরপুর সদর থানায় সোপর্দ করে র্যাব-১৪ এর পক্ষ থেকে মোঃ কাজল মিয়ার বিরুদ্ধ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা করা হয়েছে।
অন্যদিকে, জামালপুর সদর উপজেলায় স্কোয়াড্রন লিডার আশিকের নেতৃত্বে ৬ টি ককটেল বোমাসহ মো: ফারুক (৩৩)-কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১। ধৃত ফারুক জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ি এলাকার নাসির উদ্দিনের ছেলে।