শেরপুরের নকলা উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারের নির্দেশনা অমান্য করায় দন্ডবিধি-১৮৬০ এর ২৬৯ মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালিত ৮ মামলায় ২১ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস।
রবিবার (১১ জুলাই) ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ উপজেলার পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে বসা গরুর হাটের ইজারাদারকে ১৫ হাজার টাকাসহ অন্য আরও ৭ মামলায় ৬ হাজার টাকা অর্থদন্ড করেন। এসময় সেনাবাহিনীর কর্মকর্তা ও সেনা সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও নকলা থানায় কর্মরত পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
কঠোর বিধি-নিষেধ কার্যকর করতে বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বা-কে পাঠাকাটা বাজারের বিভিন্ন গলিতে ও গরুর হাটের প্রবেশ পথে নিজে মাইকের মাধ্যমে জনগনকে সচেতন করতে ও সকলকে মাস্ক পরিধান করতে নির্দেশক্রমে অনুরোধ জানাতে দেখা গেছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারকগন জানান, চলমান লকডাউনে কঠোর বিধি-নিষেধ কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।