শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় করোনাকালীন মানবিক সহায়তা পাচ্ছে ৯ ইউনিয়নের ৯,২৭০ পরিবার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৫৯ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় করোনাকালীন মানবিক সহায়তার আওতায় উপজেলার সবকয়টি (৯টি) ইউনিয়নের ৯ হাজার ২৭০ দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া মানবিক সহায়তা হিসেবে প্রতি পরিবার প্রধানের মাঝে নগদ ৫০০ টাকা করে মোট ৪৬ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ কাজ চলছে।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন বিভিন্ন ইউনিয়নের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক সহায়তার আওতায় ঈদ উপহারের নগদ টাকা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নের জন্য সমহারে এক হাজার ৩০ টি করে পরিবার এই মানবিক সহায়তার কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রতি ইউনিয়নের ১,০৩০ টি পরিবারের মাঝে মোট ৫ লাখ ১৫ হাজার টাকা করে বিতরণ করা হবে। এ হিসেব মতে উপজেলার ৯ ইউনিয়নের সুবিধাভোগী মোট ৯ হাজার ২৭০ পরিবারের মাঝে মোট ৪৬ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হবে।

এ পর্যন্ত বিতরণ হওয়া প্রতিটি বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ট্যাক অফিসারসহ স্থানীয় গন্যমান্য, রাজিৈনতক নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ফয়েজ মিল্লাত, চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকীসহ বেশ কয়েকটি ইউপির চেয়ারম্যানরা জানান, বিতরণ অনুষ্ঠানে সরকারের নির্দেশনা মোতাবকে শারীরিক দূরত্ব বজায় রাখতে ও সকলকে মাস্ক পরিধান নিশ্চিত করতে আগেথেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াছিলো।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, স্বচ্ছতার জন্য উপকারভোগীদের মূল জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংগ্রহ করে তালিকা তৈরি এবং উপজেলা কমিটির অনুমোদনের পর বিতরণ কাজ শুরু করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান জানান, সুবিধাভোগীদের তালিকা তৈরির ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা যেন নীতিমালা অনুসরণ করেন সে নির্দেশনা আগেই তাদেরকে দেওয়া হয়েছিলো। সেমোতাবেক তালিকা পেয়ে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনের হাতে ৫ লাখ ১৫ হাজার টাকা করে বরাদ্দ পৌঁছে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102