শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ক্ষুদে ডাক্তারদের ভূমিকা প্রশংসনীয় শেরপুরে ফেবসুকের কল্যাণে হারানো গাড়ি পেলেও খোয়া গেছে লক্ষাধিক টাকার মালামাল! শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই

নকলার ৫ শতাধিক কর্মহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৭৬ বার পঠিত

শেরপুর জেলার নকলায় করোনার প্রভাব ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের কারনে কর্মহীন ৫শতাধিক দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

৪ জুলাই (রবিবার) দুপুরের দিকে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের নির্দেশনা মোতাবেক সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে তথা স্বাস্থ্য বিধি মেনে পৌর এলাকার ৫ শতাধিক শ্রমজীবি কর্মহীন নিম্ন আয়ের পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল ও নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, ট্যাগ অফিসার বিএডিসি হিমাগারের উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমান, পৌর কাউন্সিলর মো. তোতা মিয়া, মো. জরিফ হোসেন, মো. ফরিদ আহম্মেদ লালনসহ অন্যান্য কাউন্সিলরগন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে প্রধান মন্ত্রীর এই মানবিক সহায়তা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শ্রমজীবি কর্মহীন অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হবে বলে জানান উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102