বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরে বিশ্ব দুগ্ধ সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের দুধ পান করানোসহ টি-শার্ট বিতরণ

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৯৮ বার পঠিত

শেরপুরে বিশ্ব দুগ্ধ সপ্তাহ-২০২১ উপলক্ষে “Sustainability in the dairy sector with messages around the environment, nutrition and socio-economics”– এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবং “প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন” এই শ্লোগানে শিক্ষার্থীদের দুধ পান করানোসহ তাদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে।

৩ জুন বৃহস্পতিবার জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রণিসম্পদ অধিদপ্তরাধীন প্রণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় বিশ্ব দুগ্ধ সপ্তাহ-২০২১ উপলক্ষে শেরপুর পুলিশ লাইন একাডেমির ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে টি-শার্ট বিতরণ ও তাদের দুধ পান করানো হয়।

এ উপলক্ষে সরকারের নির্দেশনা মোতাবেক শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল হাই-এর সভাপতিত্বে শিক্ষার্থীদের দুধ পান করানো ও তাদের মাঝে বিনামূল্যে টি-শার্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. বিল্লাল হোসেন, শেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত, ভেটেরিনারি সার্জন ডা. মো. ফজলুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, শেরপুর পুলিশ লাইন একাডেমির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল হাই দুগ্ধ পানের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দুধ একটি সুষম খাবার। দুধে সকল ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান। সুস্থ্য জীবনের জন্য একজন মানুষের প্রতিদিন ২৫০ মিলিলিটার দুধ খাওয়া প্রয়োজন। দুগ্ধ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে নির্দিষ্ট সংখ্যক দরিদ্র মানুষকে বিনামূল্যে দুধ পান করানো, প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে দুগ্ধ পণ্য বহুমুখীকরণে পরামর্শ ক্যাম্পেইন পরিচালনা, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন, বিনামূল্যে প্রাণিসম্পদ চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা, বিনামূল্যে প্রাণিসম্পদের জন্য কৃমিনাশক ওষুধ বিতরণ ও টিকা প্রদান ক্যাম্পেইন পরিচালনা এবং মিডিয়া ডায়ালগ আয়োজনসহ জনসচেতনতামূলক অন্যান্য প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার শেরপুর পুলিশ লাইন একাডেমির ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে টি-শার্ট বিতরণ ও তাদের দুধ পান করানো হয়।

উল্লেখ্য, বিশ্ব দুগ্ধ দিবস-২০২১ পালন উপলক্ষে পহেলা জুন মঙ্গলবার জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রণিসম্পদ অধিদপ্তরাধীন প্রণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় র‌্যালী, আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা শেষে জিয়ীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102