শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস’র যোগদান : অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২২ মে, ২০২১
  • ১১০৭ বার পঠিত

শেরপুর জেলার শ্রীবরদী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস যোগদান করেছেন। যোগদানের পরে সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীলজনের সাথে আলাপকালে তিনি বলেন, পুলিশি সেবা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী-শিশু নির্যাতন, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধসহ সীমান্তে চোরাকারবারিরা যাতে অপতৎপরতা চালাতে না পারে এ বিষয়ে মৌখিত ভাবে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এর জন্য বাংলাদেশ পুলিশের আই জিপি ব্যাজ প্রাপ্ত ওসি বিপ্লব কুমার বিশ্বাস সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

শ্রীবরদী থানায় যোগদানের আগে তিনি ময়মনসিংহের মুক্তাগাছা থানায় ও হালুয়াঘাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব পালন করেছেন। মুক্তাগাছা ও হালুয়াঘাটের আগে তিনি শেরপুরের ঝিনাইগাতী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন।

বিপ্লব কুমার বিশ্বাস বিগত ২০০১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শন (এসআই) হিসেবে নিয়োগ পেয়ে সারদা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতার সহিত প্রশিক্ষণ সম্পন্ন করে উপ-পরিদর্শন (এসআই) হিসেবে গাজীপুরে কর্মজীবন শুরু করেন। পরে বদলি জনিত কারনে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে, এরপরে ২০১৯ সালের ১৬ জুন ময়মনসিংহের হালুয়াঘাট থানায় যোগদান করেন। অত:পর ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি বুধবার ময়মনসিংহের মুক্তাগাছা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তথা জনহয়রানি মুক্ত পুলিশি সেবার মাধ্যমে জনগনের মনজয় করে সর্বসাধারনের কাছে প্রংশিত হয়েছেন।

বিশেষ করে তাঁর কর্মস্থলের প্রতিটি থানায় মামলার সংখ্যা কমিয়ে আনা, ছোট ছোট অপরাধ স্থানীয়ভাবে নিষ্পত্তি করা, কর্মস্থলের প্রতিটি পৌরসভা ও সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং সভা, বিট পুলিশিং সভা, সন্ত্রাস ও মাদকবিরোধী সভা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রত্যন্ত এলাকায় পুলিশ পাহারা জোরদার করাসহ শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কমিউনিটি সভা, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নিয়মিত সচেতনা মূলক সভা-সমাবেশ করে এবং কোনো মহল থেকে প্রভাবিত না হয়ে পুলিশি আইনের মধ্যে থেকে ন্যায়সঙ্গত ভাবে দায়িত্ব পালন করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

নিজের কর্মতৎপরতায় সাধারণ মানুষকে পুলিশি সেবা প্রদান করে জনগনকে বুঝাতে সক্ষম হয়েছেন যে- ‘পুলিশ শাসক নয়, জনগণের বন্ধু’। এতে গোটা পুলিশ বিভাগের ভামমূর্তি উজ্জ¦ল হয়েছে বলে অনেকে মনে করেন। তিনি প্রতিটি কর্মস্থলে নিজ উদ্যোগে সামাজিক দ্বায়িত্ব পালনের মাধ্যমে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ জনগনের কাছে নিজেকে সু-পরিচিত করেছেন। কর্মস্থলের গুরুদ্বপূর্ণ রাস্তার ধারে, জনগুরুত্ব পূর্ণ স্থানে ও থানা ভবনে সর্বসাধারণের উদ্দেশ্যে বিভিন্ন দৃষ্টি নন্দন ও সচেতনতা সৃস্টি কারী ছন্দে ছন্দে লেখা সচেতনতা মূলক বাণী, সড়ক দূর্ঘটনা, মাদক, ধুমপান, ইভটিজিং রোধে বাহারি রং-এর ব্যানার-ফেস্টুন স্থাপন করে সামাজিক অপরাধ কমাতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। তাছাড়া মোটর সাইকেলে দর্ঘটনা কমাতে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশী মোটর সাইকেল চালকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে লার্নার কার্ড প্রদান করে মোটর সাইকেল চালকদের প্রিয় পুলিশ অফিসার হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি।

বিভিন্ন চাঞ্চল্যকর মামলার এজাহার নামীয় আসামীদেরকে ঘটনার সাথে সাথে আটক বা গ্রেফতার, মাদক ব্যবসায়ীসহ মাদক উদ্ধার, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাকা, বিভিন্ন জুয়ার আসর ভেঙ্গে দিয়ে জুয়ারীদের আটক, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ সাজাপ্রাপ্ত আসামী আটকের মতো বিভিন্ন কৃতকর্মের স্বীকৃতি স্বরুপ ময়মনসিংহ রেঞ্চের শ্রেষ্ঠ পুলিশ পরির্দশক নির্বাচিত হয়ে ময়মনসিংহ রেঞ্চের শ্রেষ্ঠ পুলিশ পরির্দশক-এর সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রাপ্ত হয়েছেন।

ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, বর্তমান কর্মস্থল শেরপুর জেলার শ্রীবরদীতে করোনা ভাইরাস (কোভিট-১৯)-এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণের পাশে থেকে সরকারের নির্দেশনা মোতাবকে শারীরিক দূরত্ব বজায় রাখতে, মাস্ক পরিধান নিশ্চিত করতে ও সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্বসাধারনের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। এছাড়া, পুলিশি সেবা বৃদ্ধি করার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী-শিশু নির্যাতন, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধসহ সীমান্তে চোরাকারবারি ঠেকাতে সর্বদা তীক্ষè দৃষ্টি রাখা হবে বলে তিনি জানান। জনগনের আস্থার মূর্ত প্রতীক হিসেবে স্মীকৃতি পেতে যা যা করা দরকার জনস্বার্থে সব কিছু করতে পুলিশ বিভাগ সদা প্রস্তুত বলে তিনি জানান।

বিপ্লব কুমার বিশ্বাস বর্তমান ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার সদর উপজেলার এক সমভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি চতুর্থ এবং ভাইদের মধ্যে দ্বিতীয়।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102