শেরপুর জেলার নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর কবর জিয়ারত করাসহ তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছেন উপজেলা ও শহর যুবদলের নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা। কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আগে মরহুম জাহেদ আলী চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা যুবদলের আহবায়ক মো. শফিউল আলম পলাশ-এর নেতৃত্বে মরহুম জাহেদ আলী চৌধুরীর প্রতি পুষ্পার্ঘ্য অর্পনের সময় উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. মুরাদুজ্জামান মাসুম, যুগ্ম-আহবায়ক দেওয়ান গোলাম মামুন, যুগ্ম-আহবায়ক মো. রেজাউল করিম, যুগ্ম-আহবায়ক আরিফুজ্জামান ইমন ও যুগ্ম-আহবায়ক রুবেল সরকার; পৌর যুবদলের আহবায়ক মশিউর রহমান লোটাস ও যুগ্ম-আহবায়ক সাদেক হোসেনসহ উপজেলা ও শহর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পার্ঘ্য অর্পনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করা হয়।
এর পরে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউ মোকাবেলোয় শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মো. শফিউল আলম পলাশ-এর সভাপতিত্বে ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. আনিছুর রহমান, যুগ্ম-আহবায়ক মো. রফিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক দেওয়ান গোলাম মামুন, শহর বিএনপির যুগ্ম আহবায়ক জহির রায়হান মুক্তি, জাহিদ মাস্টার, মুক্তার হোসেন ও বুলবুল প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা যুবদলের নেতৃবৃন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।