বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় ১৩,১৪২ পরিবার পেলেন ভিজিএফ’র টাকা : সুবিধাভোগীরা মানছেন না সরকারের নির্দেশনা

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৬২ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় ১৩ হাজার ১৪২ টি পরিবারের মাঝে ভিজিএফ-এর  টাকা বিতরণ করা হয়েছে। সুবিধাভোগী পরিবার গুলোর মধ্যে পৌরসভার ৩ হাজার ৮১টি ও উপজেলার ৯টি ইউনিয়নের ১০ হাজার ৬১টি পরিবারের প্রতি পরিবার প্রধানের হাতে নগদ ৪৫০ টাকা করে তুলে দেওয়া হয়।

এর অংশ হিসেবে ৯ মে রবিবার সকালে নকলা পৌরসভা চত্তরে পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, পৌরসভার সচিব মো. মনিরুল হাসান, হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায় কারী মো. মোশাররফ হোসেন, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভসহ স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে বিকেলে পর্যন্ত পৌরসভার ৩ হাজার ৮১টি পরিবারে মাঝে প্রতি পরিবারে ৪৫০ টাকা হারে মোট ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকা বিতরণ করা হয়েছে।

বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বিতরণের সময় সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাজারো সুবিধাভোগীর লম্বা লাইন ও ভিড়। ফলে পৌরসভা ও ইউপি কর্তৃপক্ষের ইচ্ছা থাকা সত্বেও সুবিধাভোগীদের দ্বারা সরকারের নির্দেশনা মানানো সম্ভব হয়নি। চড়ম ভাবে লঙ্গন হয়েছে শারীরিক দূরত্ব বজায়ের সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি। সুবিধাভোগীদের অধিকাংশের মুখে মাস্ক পরিধান করা ছিলোনা। যদিও এরইমধ্যে এদেশে পাশ্ববর্তী দেশ ভারতীয় করোনা ভাইরাসের নমুনা ধরা পড়েছে, এমতাবস্থায় শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা ও স্বাস্থ্য বিধি মেনে চলাসহ সরকারের সকল প্রকার নির্দেশনা মেনে চলা একান্ত জরুরি বলে মনে করছেন সব পেশাশ্রেনীর মানুষ। সুবিধাভোগীদের মাঝে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা ও স্বাস্থ্য বিধি মেনে চলাসহ সরকারের সকল প্রকার নির্দেশনা বাস্তবায়ন করতে প্রয়োজনে প্রশাসনসহ পুলিশ ও আনসার বিভাগ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়া যেতে পারে বলে অনেকে মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102