বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলা প্রেসক্লাবে নিজের লেখা বই উপহার দিলেন কবি-সাহিত্যিক সাংবাদিক রফিক মজিদ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৪৪৫ বার পঠিত

শেরপুর জেলার ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাবে নিজের লেখা বই উপহার দিয়েছেন কবি-সাহিত্যিক সাংবাদিক রফিক মজিদ। রবিবার রাতে নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর হাতে ভ্রমণ কাহিনীর স্মৃতিচারণ মূলক নিজের লেখা “মেঘালয়ে ফিরে দেখা ৭১” শিরোনামের বেশ কয়েকটি বই তুলেদেন তিনি।

এসময় নকলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজনসহ অনেকে উপস্থিত ছিলেন।

মেঘালয়ে ফিরে দেখা ৭১ বইটির লেখক রফিক মজিদ বলেন, এই বইটি মূলত আমার ভ্রমণকাহিনীর স্মৃতিচারণ মূলক একটি বই। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর আমাদের প্রতিবেশী দেশ ভারতের মেঘালয়ের তুরা শহরে বেড়াতে যাই। এর আগে ও পরে বেশ কয়েকবার মেঘালয়ের তুরাতে বেড়াতে গিয়েছি। শেরপুর জেলার নালিতাবাড়ী হয়ে ভারতের ঢালু সীমান্ত দিয়ে ইমিগ্রেশন পয়েন্ট থাকায় যাতায়াতটা বেশি হয়েছে আমার। তবে ১৩ সেপ্টেম্বরের ভ্রমণটা ছিলো একটু ভিন্ন ও স্পেশাল। সেবার শেরপুরের সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক ও সাংবাদিক, লেখক, ভূতপূর্ব অধ্যাপক আখতার ভাই ছিলেন মূল সফরসঙ্গী। সে কারনে “মেঘালয়ে ফিরে দেখা ৭১” বইটিতে তিনিই হলেন মূল নায়ক বা মধ্য মণি। আখতার ভাইয়ের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ১৯৭১ এর মেঘালয়ে যেসব স্থানে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প ছিলো এবং ৭১ এর ঘটনা বহুল সময় কাটিয়ে ছিলেন সেসব স্থানে প্রায় ৫০ বছর পর আবারও একবার দেখে আসবেন। এমন প্রত্যাশা নিয়ে মাত্র একদিন এক রাতের জন্য সেই ভ্রমণের সাথি হয়েছিলেন আমি সহ আরও বেশ কয়েকজন।

সাংবাদিকতা ও সাহিত্যাঙ্গনে রফিক মজিদ হিসেবে পরিচিত এই কবি সাহিত্যিক সাংবাদিক রফিক মজিদ ১৯৭১ সালে ২ এপ্রিল শেরপুর শহরের মুন্সির বাজার শহীদ বুলবুল সড়কের নিজ পৈত্রিক বাড়িতে জন্ম গ্রহন করেন। তাঁর বর্তমান আবাস শেরপুর জেলা শহরের নয় আনি বাজার (কালির বাজার) মহল্লায়। ব্যাক্তি জীবনে তিনি বিবাহিত এবং ৩ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রী উম্মে কুলসুম রত্মা একজন গৃহিনী।

রফিক মজিদের লেখা গ্রন্থের মধ্যে ২০২০ সালের একুশে বই মেলায় একক কাব্য গ্রন্থ “অদৃশ্য অনুভূতি” এবং যৌথ ৩টি কাব্য গ্রন্থের মধ্যে “শেরপুরের গাঙচিল কণ্ঠ কবি ও কবিতা”, “সাহিত্যের সোনালী কাব্য” ও “অগ্নি শিখা” প্রকাশিত হয়েছে। এছাড়া ২০২১ সালে কলকাতা বই মেলায় সৃষ্টি প্রকাশনী থেকে ভ্রমণ কাহিনী মূলক বই “হাত বাড়ালেই ভালোবাসা” এবং রাজধানী ঢাকায় এক বই মেলাতে বাবাই পাবলিকেশন্স থেকে মুক্তিযোদ্ধ বিষয়ক ভ্রমণ কাহিনী ও স্মৃতি চারণ মূলক “মেঘালয়ে ফিরে দেখা ৭১” বইটি প্রকাশিত হয়।

কবি সাহিত্যিক সাংবাদিক রফিক মজিদ বর্তমানে জাতীয় দৈনিক শেয়ার বিজ, জাতীয় সাপ্তাহিক সাম্প্রতিক দেশ কাল এবং বেসরকারি টেলিভিশন দেশ টিভি’র শেরপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক সাহিত্য সংগঠন গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর শেরপুর জেলা শাখার সভাপতি হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102