শেরপুর জেলার নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকার একদল উদ্যমী তরুণের উদ্যোগে সাপ্তাহিক ব্যতিক্রমী আড্ডায় গল্পে গল্পে বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন এলাকার সর্বস্তরের মানুষ।
গ্রাম, ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে থেকে তথা মফস্বল এলাকায় থেকে আমারা কিভাবে দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগতে পারি এবিষয়ে বুদ্ধিভিত্তিক বিস্তারিত আলোচনা হয় সাপ্তাহিক ব্যতিক্রমী এ আড্ডা অনুষ্ঠানে।
সাপ্তাহিক এ অনুষ্ঠানে প্রতি সপ্তাহে অন্তত ২জন জ্ঞানী, শিক্ষিত ও বীর মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ করা হয়। আমন্ত্রীত অতিথিরা গল্পে গল্পে জানা সপ্তাহিক ওই অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখন। আর বাকিরা গল্পের ফাঁকে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে জেনেনেন যত অজানা তথ্য।
এমন একটি দিন ছিলো ৬ মার্চ শনিবার। এ দিন বিকেলে উপজেলার নারায়নখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে ব্যতিক্রমী আড্ডা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফখরুল আমিন সিদ্দিকীর সঞ্চালনায় গল্পে গল্পে আড্ডা অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ আহমদ।
শনিবারের আড্ডা অনুষ্ঠানে গল্পের মূল বিষয় ছিলো মুক্তিযুদ্ধে চরঅষ্টধরের ভুমিকা। এছাড়াও গল্পে গল্পে স্বাধীনতা সংগ্রামের আলোচনাসহ শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতির উন্নয়নে দৃশ্যমান প্রতিবন্ধকতা ও উত্তরণে করনীয়সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।
২২তম সাপ্তাহিক আড্ডায় গল্পে গল্পে জানার ব্যতিক্রমী এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী হাসান আবু নোমান, মাধ্যমিক শাখার সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের বর্তমান শিক্ষার্থী রাকিবুল হাসান রনি, এ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বর্তমান শিক্ষার্থী সাদেকুর রহমান সানী, আরাব আলী, গোলাম জাকারিয়া, আরিফুল ইসলাম, আসাদুজ্জামান সৌরভ, শেখ মেহেদী, মো. নূর হোসেন, নাহিদুল ইসলাম রিজন, আব্দুল্লাহ আল আমিনসহ অনেকে অংশনেন।
জ্ঞান পিপাসু উদ্যমী তরুণের উদ্যোগে সাপ্তাহিক ব্যতিক্রমী আড্ডারচ্ছলে গল্পে গল্পে বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কে জানার আগ্রহী এলাকা ছাড়িয়ে উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে ছড়িয়ে পড়বে বলে দৃঢ় আশাব্যক্ত করেন আয়োজকরা। তারা বলেন- ছোট ছোট বালুর কণা দিয়েই মহাদেশ ও বিন্দু বিন্দু জলেই মহাসাগরের সৃষ্টি হয়েছে। তদ্রুপ আমাদের এই ছোট উদ্যোগের সাথে একজন-দুইজন করে সংযুক্ত হতে হতেই একদিন সারা দেশ ব্যাপী ছড়িয়ে পড়বে বলে আশাব্যক্ত করেন তারা। কোন একদিন তাদের এ আড্ডা অনুষ্ঠানটিই দেশের সেরা বুদ্ধিভিত্তিক আলোচনা অনুষ্ঠান হতে পারে বলে তারা মনে করছেন।