শেরপুর জেলার নকলা উপজেলায় দরিদ্র অসহায়দের নিয়ে মানবাধিকার সংস্থা আমাদের আইন ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দৌলতের ব্যতিক্রমী জন্ম দিন পালন করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন।
১ মার্চ সোমবার রাত ৮ টার দিকে উপজেলার ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের চিথলিয়া এলাকার মায়াকুঞ্জ নামে এক এতিম খানায় তার ২৮ তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এ দিন এলাকার অর্ধশত দরিদ্র অসহায় নর-নারীদের মাঝে নগদ অর্থ ও তাদের মাঝে উন্নত মানের রাতের খাবার বিতরণ করেন। পরে ওই সকল দরিদ্র অসহায় নর-নারীদের সাথে বসে উপস্থিত সকলেই রাতের খাবার খান। তাছাড়া দিদারুল ইসলাম দৌলতের পক্ষ থেকে আমন্ত্রীত অতিথিদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

এর আগে দরিদ্র অসহায়ের জীবনমান উন্নয়নে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ১ নং ডিজিটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমান আবুল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নুর হোসেন ও নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হৈতেষী সংস্থার সভাপতি আসাদুজ্জামান সৌরভ প্রমুখ।
এসময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বাদশা, মায়াকুঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক মুনসুর আলী, চিথলিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, ১ নং গণপদ্দী ডিজিটাল সেচ্ছা সেবক সংগঠনের সভাপতি আতিকুর রহমান সুমন, রক্ত সৈনিক নকলার সাধারণ সম্পাদক মকিব হোসেন মামুন, রক্তের ফোঁটায় মানবতার প্রতিষ্ঠাতা আসিফ আমল চমক, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি নাহিদুল ইসলাম রিজন, কার্যকরী সদস্য রাইসুল ইসলাম রিফাতসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
