শেরপুর জেলার নকলা উপজেলায় চলতি মৌসুমে আবাদ করা বিভিন্ন কৃষি ফসলের মাঠ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এসে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কৃষকদের সাথে ব্যস্ত সময় কাটালেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব দিল আফরোজা বেগম।
২০২০-২১ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় বাস্তবায়িত সমলয়ে বোরো ধান চাষ, পারিবারিক পুষ্টি বাগান, সূর্যমুখী, ভূট্টা, গম ইত্যাদি ফসলের মাঠ পরিদর্শন করেন তিনি। বিভিন্ন ব্লক পরিদর্শনে গিয়ে স্থানীয় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে উপসচিবের সাথে ছিলেন- শেরপুর জেলার অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. গোলাম রাসূল, উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি অফিসার (এইউএও) কৃষিবিদ রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ অফিসার (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ মো. মাহামুদুল হাসান মুসা, উপসহকারী কৃষি অফিসার (এসএএও) মো. আশরাফুল আলম, মো. মশিউর রহমান, মো. আলতাফ হোসেন, আবু মোতালেবসহ স্থানীয় কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। কৃষি উন্নয়নে উপজেলা কৃষি অফিসারসহ বিভিন্ন স্তরের কৃষি কর্মকর্তাদের নিরলস কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন উপসচিব দিল আফরোজা বেগম।
কৃষি ফসলের মাঠ পরিদর্শনে যাওয়ার উদ্দেশ্যে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব দিল আফরোজা বেগম নকলা কৃষি অফিসে হাজির হলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেনেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ মো. মাহামুদুল হাসান মুসা প্রমুখ।