বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরে সাংবাদিক দ্বীপের উপর দূর্বৃত্তের হামলা! নিন্দার ঝড়, আটক ৩

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২৮ বার পঠিত

শেরপুর জেলায় ডিবিসি নিউজের প্রতিনিধি ও শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক এস.এম জুবায়ের দ্বীপের উপর দূর্বৃত্ত কর্তৃক হামলা করার ঘটনা ঘটেছে। ১৫ ফেব্রুয়ারি সোমবার রাতে শেরপুর পৌরশহরের পূর্ব শেরী এলাকায় এ ঘটনা ঘটে।

জুবায়ের দ্বীপ গুরুতর আহত হয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দূর্বৃত্তরা দ্বীপের সঙ্গে থাকা মোবাইল, ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নেয়। এ ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকদের নিন্দা জ্ঞাপনসহ তাদের অভিযোগের প্রেক্ষিতে এ নিন্দনীয় ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে শেরপুর সদর থানার পুলিশ।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেরপুর পৌরসভা নির্বাচনে বিজয়ী ও পরাজিত দুই সাধারণ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে দ্বীপের ওপর দূর্বৃত্তরা হামলা চালায়। এতে দ্বীপ গুরুতর আহত হলে, তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চতুর্থ ধাপের পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর নাহিদ হাসান ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে সোমবার রাতে সংঘর্ষ হয়। সংঘর্ষের সংবাদ সংগ্রহে গেলে এস.এম জুবায়ের দ্বীপের উপর হামলা করা হয়।

সাংবাদিক দ্বীপের উপর হামলার খবর পেয়ে শেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ সাংবাদিকদের নেতৃবৃন্দরা দ্বীপকে দেখতে শেরপুর সদর হাসপাতালে ছুটে যান এবং দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠ বিচার পাওয়ার আশ্বাস দেন তাঁরা।

এ বিষয়ে শেরপুর প্রেস ক্লাব, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবসহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বিভিন্ন সংগঠন আলাদা ভাবে নিন্দা জ্ঞাপন করার পাশাপাশি জড়িতদের চিহৃত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাছাড়া জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন আগামীকাল ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় শেরপুর প্রেসক্লাবে এক জরুরি সভা আহবান করেছেন। শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি জেলার সকল সাংবাদিকদের জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102