বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরে সাংবাদিকতায় ৩দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৫১ বার পঠিত

মো. মোশারফ হোসাইন:

শেরপুর জেলার নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাংবাদিকতায় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে ৩দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্সপার্সোন হিসেবে উপস্থিত ছিলেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম এবং অতিথি হিসেবে উপস্থিত শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, প্রতিথযশা সাংবাদিক কলামিষ্ট কাকন রেজা প্রমুখ।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম বলেন- এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে। তাছাড়া এ প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগানোর মধ্যদিয়ে আজকের তরুণ সাংবাদিকরা আগামী দিনের জন্য দক্ষ ও প্রশিক্ষিত সাংবাদিক হিসেবে নিজেদেরকে তৈরি করার সুযোগ পাবেন।

রিসোর্সপার্সোন ড. শেখ শফিউল ইসলাম বলেন, সাংবাদিকতার মৌলিক দিক গুলো যদি জানা থাকে তাহলে সাংবাদিকরা জাতির কাছে সুন্দরভাবে তথ্য উপাত্ত উপস্থাপন করতে পারেন। বস্তুনিষ্ঠ সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরার কৌশল সম্পর্কে জানতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

জেলার নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় কর্মরত ৩৫জন সাংবাদিক ৩দিন ব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহন করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102