শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ক্ষুদে ডাক্তারদের ভূমিকা প্রশংসনীয় শেরপুরে ফেবসুকের কল্যাণে হারানো গাড়ি পেলেও খোয়া গেছে লক্ষাধিক টাকার মালামাল! শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই

নকলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আ. কুদ্দুছের মরদেহ দাফন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৫ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুছের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি পাঠাকাটা ইউনিয়নের পাঁচকাহনিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা এবং মরহুম আবুল হোসেনের ছেলে।

১৪ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টার সময় পৌরসভার কায়দা (বাজারদী) গোরস্থান মাঠে মরহুমের যানাজা নামাজ অনুষ্ঠিত হয়। যানাজা নামাজ শেষে কায়দা (বাজারদী) কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ ১৩ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫ টা ২০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারনে নকলা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর ৩ মাস ১০দিন (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী)। তিনি মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুছের মরদেহ দাফনের আগে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকতাদিরুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অষ্টধর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলার জীবিত বীর মুক্তিযোদ্ধাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ সাধারণ মোসলিম জনগন উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই আলাদা ভাবে শোক প্রকাশের পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুছ ১৯৪৫ সালের ৪ নভেম্বরে জন্ম গ্রহন করেন। ২০১০ সালের ৬ জুনের তালিকা অনুযায়ী তাঁর মুক্তিযোদ্ধা সনদ নম্বর ম-১৫৫৭০৯ এবং ১৯৯৮ সালের ২৩ ডিসেম্বরের তালিকা অনুযায়ী তাঁর মুক্তিবার্তা নম্বর ০১১৪০৩০৩৪৩।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102