শেরপুরে এক অগ্নিকাণ্ডে ৫টি দোকানের মালমাল পুড়ে ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মাঝ রাতে শেরপুর সদর উপজেলার তারাকান্দি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার সম্পদ পুড়ে ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত মাঝ রাতে সদর উপজেলার তারাকান্দি বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এরপর রাত ১২টার দিকে এলাকাবাসী বাজারের মনিহারি ব্যবসায়ী জালাল উদ্দিনের বন্ধ দোকান থেকে আগুনের শিখা ও ধোয়া বের হতে দেখতে পান। মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী আরও ৪টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে সোহাগ মেশিনারীজ, সুমন বস্ত্রালয়, মমতাজ স্টোর ও নাসিম হোমিও হলসহ পাঁচটি দোকান পুড়ে যায়।
পরে সংবাদ পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারনা করছেন শেরপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র দেবনাথসহ অনেকে।