ময়মনসিংহ করঅঞ্চলের ২০১৯-২০২০ করবর্ষের জন্য শেরপুর জেলায় সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে টানা অষ্টম বারেরমতো বড় ভাই মো. সাদুজ্জামান সাদী এবং ছোট ভাই সাইফুল নাহি জিন্নুর সাকী ৪০ বছরের নিচে ক্যাটাগরিতে শেরপুর জেলার প্রথম বারেরমতো সেরা তরুণ করদাতা হিসেবে পুরষ্কার বিজয়ী হয়েছেন। সাদুজ্জামান সাদী এবার শেরপুর জেলায় ৩য় সেরা করদাতা হিসেবে এবং সাকী প্রথম বারেরমতো সেরা তরুণ করদাতা হিসেবে নির্বাচিত হয়ে পুরষ্কার গ্রহণ করেছেন।
সহোদর দুই ভাই মো. সাদুজ্জামান সাদী ও সাইফুল নাহি জিন্নুর সাকী শেরপুর জেলা শহরের ঢাকলহাটি এলাকার শিল্পপতি, সদা হাস্যোজ্জল, বিনয়ী ও জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন (করবাহাদুর পরিবার)-এর সন্তান। তাঁর বড় ছেলে মো. সাদুজ্জামান সাদী জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ছোট ছেলে সাইফুল নাহি জিন্নুর সাকী ওই প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করছেন।
এউপলক্ষে ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ময়মনসিংহ কর অঞ্চলের আয়োজনে সেরা করদাতাদের সম্মাননা, ট্যাক্সকার্ড ও সনদপত্র প্রদান-২০২০ এর আয়োজন করা হয়।
কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার সুকুমার সেনগুপ্ত এর সভাপতিত্বে ও অতিরিক্ত কর কমিশনার মো. শামীমুর রহমানের সার্বিক তত্বাবধানে আয়োজিত করদাতাদের সন্মাননা, ট্যাক্সকার্ড ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহ্মেদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট সাদিক হোসেন এবং ময়মনসিংহ জেলার সর্বোচ্চ করদাতা মোঃ মাহবুব রেজা করিম প্রমুখ।
তথ্য মতে জানা গেছে, স্বচ্ছ ও আধুনিক কর সেবা প্রদানের মাধ্যমে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ-এ শ্লোগানে উদ্ভুদ্ধ হয়ে কর অঞ্চল ময়মনসিংহ সিটি কর্পোরেশন, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, জামালপুর ও ময়মনসিংহ জেলাসহ ৫টি জেলার রিয়েল এস্টেট, সর্বোচ্চ কর, দীর্ঘসময় কর, নারী ও তরুণ (৪০ বছরের নিচে) ক্যাটাগরিতে ৪৩ জন সেরা করদাতাদের মাঝে সন্মাননা পুরষ্কার ও ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।