শেরপুর পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আরিফ রেজা (চামচ প্রতীক)-কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪ টার দিকে পৌর শহরের নবীনগর এলাকায় অতিরিক্ত জনসমাগম এবং মোটর সাইকেল শোডাউন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন এ পরিচালনা করেন। আদালত চলাকালে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণ বিধি ২০১৫ এর ২১ (১) লঙ্ঘনের দায়ে ৩১ (১) ধারায় অতিরিক্ত জনসমাগম সৃষ্টি ও মোটর সাইকেল শোডাউন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চামচ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দণ্ডিত মেয়র প্রার্থী মো. আরিফ রেজা তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন।