সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বিভাগীয় প্রথম ও শ্রেষ্ঠ জয়িতা হিসেবে আকিকুন নাহারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদেরকে বিভাগীয় সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরের দিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের এনডিসি মো. কামরুল হাসানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি ও বিশিষ অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশান আক্তার ভার্চুয়াল মাধ্যমে অংশ গ্রহন করেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মো. ব্যারিস্টার হারুন অর রশিদ বিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, মহিলা বিষয়ক উপ-পরিচালক ফেরদৌসি বেগম প্রমুখ।
সমাজ উন্নয়নে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত আকিকুন নাহার বলেন, জীবন সংগ্রামে অপ্রতিরোধ্য ও আত্বপ্রত্যয়ী নারীর নাম জয়িতা। জয়িতারা দেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নের অনন্য উদাহরণ। কেবল নিজের অদম্য ইচ্ছাকে সম্বল করে সকল প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাচ্ছে এসকল জয়িতা নারীরা। তারা পরিবার, সমাজ ও দেশের গর্ব। সরকার তাদের অসামান্য অর্জনের যথাযথ স্বীকৃতি প্রদান করছে। যার মাধ্যমে অন্যান্য নারীরাও অনুপ্রাণিত হচ্ছেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠায় কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এসকল পদক্ষেপ বাস্তবায়নে বৈশ্বিক মহামারি করোনার কারনে নারীরা ঘরে বসেও উদ্যোক্তা হয়ে গড়ে উঠছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বিপ্লবের কারণে নারীরা এখন ক্ষুদ্র ব্যবসার দিকে দাবিত হচ্ছে। বর্তমানে এ দেশের নারীরা তাদের পরিবারে আর্থিক সহযোগিতায় হাল ধরতে সামর্থ হচ্ছেন। নারীরা যেকোন ভাবে অর্থের সংস্থান পেলেই স্বাবলম্বী হতে উদ্যোগ গ্রহণ করছেন এবং স্বাবলম্বী হচ্ছেন বলে শ্রেষ্ঠ জয়িতা আকিকুন নাহার মনে করেন।
বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ বিভাগের সকল জেলা-উপজেলা পর্যায়ে নির্বাচিত বিভিন্ন ক্যাটাগরির ১৪৭ জন জয়িতার মধ্য থেকে ৫টি ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ১০ জনকে এ বিভাগীয় সংবর্ধনার জন্য মনোনিত করা হয়। সংবর্ধিত অন্যান্য জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জয়িতা লাকী ও কামরুন নাহার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা ফরিদা বেগম ও খালেদা বেগম, সফল জননী জয়িতা বেগম রেজিয়া রহমান ও আনোয়ারা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী জয়িতা রাবেয়া বাসরী ও তাসলিমা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য নির্বাচিত জয়িতা আকিকুন নাহার ও সবনম মুসতারি। অতিথিবৃন্দরা শ্রেষ্ঠ এ ১০ জয়িতাদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও নগদ অর্থ তুলেদেন। এর আগে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে বিভাগের সেরা ১০ জয়িতাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। পরে বিভাগের সেরা জয়িতা হিসেবে নির্বাচিত এ ১০ জয়িতার বিভিন্ন কাজের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থিতিদের সামনে প্রদর্শন করা হয়।