শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর ৫ নারী সমবায়ীদের মাঝ আবর্তক ঋণের ৫ লাখ টাকা সমমূল্যের চেক বিতরণ করা হয়েছে।
১ ফেব্রুয়ারি সোমবার উপজেলা সমবায় অফিসার মো. বাহা উদ্দিনের কার্যালয়ে এসব চেক বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়রম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল চেক সুবিধাভোগী নারী সমবায়ীদে হাতে তুলেদেন।
এসময় উপজেলা সমবায় অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী ৫ নারী সমবায়ী ও তাদের পরিজনরা উপস্থিত ছিলেন।