বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে

নকলা (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৪২৬ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যতাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ জানুয়ারি উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ঐতিহাসিক বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সরকারি নির্দেশনা মোতাবকে স্বাস্থ্য বিধি মেনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মাদ্রাসার সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, মাহবুব হোসাইন রূপম ও নুসরাত জাহান নীপা; সহকারী মৌলভী মাওলানা মো. রেজাউল করিম ও মাওলানা মো. ফজলুল করিম; ক্বারী শিক্ষক কাজীমদ্দিন, ইবতেদায়ী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান খান ও মো. কব্দুল হোসেন প্রমুখ। এসময় ঐতিহাসিক বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- ১০ জানুয়ারি বাঙালি জাতির এক ঐতিহাসিক দিন। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। মহান এই নেতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়েই বিশ্বজুড়ে বাঙালি জাতি পরিচিতি পায় বীর বাঙালি হিসেবে। বাঙালির বিজয় তথা স্বাধীনতাসংগ্রামের বিজয় পরি পূর্ণতা পায় যেন ঠিক এ দিনেই। স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর নিজের স্বদেশ প্রত্যাবর্তনকে ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ হিসেবে আখ্যায়িত করেন।

তথ্যমতে, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদাররা বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ধানমণ্ডির ৩২ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে পাকিস্তানের কারাগারে বন্দি করে রাখে। সমগ্র দেশের নিরস্ত্র বাঙালি যখন স্বাধীনতার জন্য প্রানপন যুদ্ধ করছেন, তখন পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারের রায়ে ফাঁসির আসামি হিসেবে মৃত্যুর প্রহর গুনছিলেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অবশেষে ১৯৭১ সালেরর ১৬ ডিসেম্বর বাঙালির চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পর বিশ্বনেতারা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। আন্তর্জাতিক চাপে পরাজিত পাকিস্তানি শাসকগোষ্ঠী শেষ পর্যন্ত তাদের বন্দিদশা থেকে বঙ্গবন্ধুকে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয়। ২৯০ দিন পাকিস্তানের কারাগারে কাটানোর পর লন্ডন ও দিল্লি হয়ে বঙ্গবন্ধু ঢাকায় পৌঁছেন ১৯৭২ সালের ১০ জানুয়ারি। এরপর থেকে প্রতিবছর কৃতজ্ঞ ও বীর বাঙালি জাতি নানা আয়োজনে পালন করে আসছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102