বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরে রেডক্রিসেন্টের উদ্যোগে ৩শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৩৩০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা শাখার উদ্যোগে ৩ শতাধিক গরীব অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ৫ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২ টার দিকে শেরপুর শহরের নতুন বাসটারমিনাল এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুবকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা শাখার সহ-সভাপতি শামসুন্নাহার কামালের সভাপতিত্বে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থবিধি মেনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর শাখার সাধারন সম্পাদক ও সদর উপজেলার কামারেরচর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট শেরপুর জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেডক্রিসেন্ট শেরপুর শাখার কার্যনির্বাহী সদস্য ও শেরপুর প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, শেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস.এম সাব্বির আহাম্মেদ খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান, সাবেক যুবপ্রধান ও কার্যনির্বাহী সদস্য নূর-ই আলম চঞ্চল, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক বাবুল মিয়া, যুবলীগ নেতা মো. আব্দুল মতিন ও ওয়াশীম আক্রাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর আহাম্মেদ পাপ্পু, বাংলাদেশ রেডক্রিসেন্ট শেরপুর শাখার যুব প্রধান ও জাতীয় যুব কমিশন সদস্য ইউসুফ আলী রবিনসহ রেডক্রিসেন্টের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি রেডক্রিসেন্ট শেরপুর জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান তাঁর বক্তব্যে ঘোষনা দেন যে, যে সকল শীতার্তরা শীত নিবারনের জন্য এখনও কম্বল বা শীতবস্ত্র পায়নি তাদের মাঝে দ্রুত সময়ের মধ্যে নিজের অর্থায়নে কম্বল বা শীতবস্ত্র বিতরণ করা হবে। শেরপুরের কোন মানুষ যেমন অনাহারি থাকেন না, তেমনি কোন অসহায়-দরিদ্র মানুষ শীতার্ত থাকবে না বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102