নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড় পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী জাকিয়া খাতুন প্রথম বারের মতো নারী মেয়র হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনিই পঞ্চগড় পৌরসভায় প্রথম নারী হিসেবে পৌর মেয়রের চেয়ারে বসা নিশ্চিত করে পঞ্চগড় পৌরসভার নতুন ইতিহাস গড়লেন।
২৮ ডিসেম্বর সোমবার এ পৌরসভার নির্বাচনে ১৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে রাত ৮টার দিকে জাকিয়া খাতুনকে পঞ্চগড় পৌরসভার মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর।
জাকিয়া খাতুন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৫৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঁচ বারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৪৭৫ ভোট।মেয়র পদের আরেক প্রার্থী জাগপার শাহরিয়ার আলম হুক্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৮ ভোট।
এ পৌরসভায় মোট ৩৫ হাজার ১১ ভোটারের মধ্যে ২২ হাজার ৬৭জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন; যা মোট ভোটের ৬৩ শতাংশ। এতে বৈধ ভোট ২১ হাজার ৯৭৯ টি ও বিভিন্ন কারনে বাতিল হয়েছে ৮৮ টি ভোট। ইভিএমএ ভোট গ্রহন হওয়ায়, স্বাভাকি কারনেই এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে নির্বাচক মন্ডলীরা জানিয়েছেন।