বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

ঝিনাইগাতীর ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবার নতুন বছরে নতুন ঘরে ওঠবে

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প (আশ্রয়ণ প্রকল্প-২) এর অর্থায়নে প্রাথমিক তালিকা অনুযায়ী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৫০ টি পরিবার নতুন বছরে নতুন ঘর বুঝে পাবেন। এ আশ্রয়ণ-২ প্রকল্পের অর্থায়নে উপজেলার ৪ টি ইউনিয়নের সরকারি খাসজমিতে আধাপাকা ৫০টি ঘর নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। নির্মাণ কাজ সমাপ্ত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের এসকল ঘর একযোগে উদ্বোধন করবেন বলে বিভিন্ন তথ্যে জানা গেছে।

এর আগে উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় ভূমিহীন ও গৃহহীনদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধ্বতন দপ্তরে প্রেরণ করা হয়। সে মোতাবেক বরাদ্দ পেয়ে কাজ শুরু করা হয়। এরই মধ্যে নির্মাণ কাজের প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে। জানা গেছে, প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ঘর ২ শতক সরকারি তথা খাসজমিতে একলাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ জানান, মুজিব জন্মশতবর্ষে একটি মান্ষুও আর গৃহহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনার ভিত্তিতে জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশনাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প (আশ্রয়ন প্রকল্প-২) এর অধীনে শেরপুর জেলার সম্মানিত কালেক্টর বাহাদুর মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব-এর সার্বিক নির্দেশনায় ঝিনাইগাতী উপজেলার ৪ টি ইউনিয়নে সরকারি খাসজমিতে আধাপাকা ঘর নির্মিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের ঐকান্তিক প্রচেষ্টা ও তত্ত্বাবধানে এগিয়ে চলছে ঘর নির্মাণের কাজ। নতুন বছরের শুরুতেই এ ৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নতুন বছরের শুরুতেই প্রতীক্ষিত নিবাসে আশ্রয় লাভ করতে পেরে অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠবে, এমনটাই আশাব্যক্ত করেন ইউএনও রুবেল মাহমুদ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102