বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলা উপজেলা হাজি কল্যাণ সমিতির সভাপতি তাহির উদ্দিন আর নেই

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৭৫৯ বার পঠিত

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলা হাজি কল্যাণ সমিতির সভাপতি আলহাজ মো. তাহির উদ্দিন আর নেই। ২৯ নভেম্বর রবিবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন, ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহির উদ্দিন উপজেলার পাঠাকাটা ইউনিয়নের কৈয়াকুড়ি নামা পাড়া এলাকার মৃত ফাজিল শেখের ছেলে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর ১০ মাস ২৯ দিন। তিনি এক স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযা নামাজ ৩০ নভেম্বর সোমবার দুপুর আড়াইটার (২:৩০ মিনিট) সময় মরহুমের নিজ বাড়ির আঙ্গীনায় অনুষ্ঠিত হবে। জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ কবরস্ত করা হবে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

আলহাজ মো. তাহির উদ্দিনের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি একেএম মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, পাঠাকাটা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাত, উপজেলা হাজি কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও নামা কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন মহলের অনেকে আলাদাভাবে শোক প্রকাশের পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

তাহির উদ্দিন নামা কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা কারসহ, এ বিদ্যালয় পরিচালনা পরিষদের (এসএমসি)’র আমৃত্যু সভাপতি এবং উপজেলা হাজি কল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জীবদ্দশায় মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের গুরুদায়িত্ব পালন করে গেছেন। তাছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে তিনি সরাসরি জড়িত ছিলেন। তিনি ইসলাম ধর্মের একজন বিশিষ্ট আলোচক ছিলেন, তাই সকলেই তাকে তাহির মৌলভী হিসেবে চিনতেন। আলহাজ মো. তাহির উদ্দিনের মৃত্যুতে এলাকাবাসী একজন ন্যায়-নিষ্ঠাবান অভিভাবক হারালেন বলে অনেকে জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102